করিমপুর পান্নাদেবী কলেজের শিক্ষার্থীদের পালনীয় নিয়মাবলী
- কলেজ প্রদত্ত বৈধ সচিত্র পরিচয় পত্র (Identity Card) ছাড়া শিক্ষার্থীকে কলেজে প্রবেশ করতে দেওয়া যাবে না।
- কলেজে ভর্তি হওয়ার পর ক্লাস শুরুর সাথে সাথে I-Card ও Student Booklet সংগ্রহ করে নিতে হবে।
- প্রত্যেক শিক্ষার্থীর ক্লাসে ন্যূনতম ৭৫ % উপস্থিত থাকা বাঞ্ছনীয়। বিশেষভাবে মনে রাখতে হবে যে, CC, GE ও DSE Course এর ক্ষেত্রে শিক্ষার্থী সর্বাধিক ৫ নম্বর পেতে পারে যদি সে মোট ক্লাসের সংখ্যার প্রেক্ষিতে ৯০% বেশি উপস্থিত থাকে।
- I-Card বা Student Booklet হারিয়ে ফেললে Duplicate Copy নিতে হলে ১০০/- তাকে দিতে হবে।
- কলেজ আয়োজিত সকল Cultural Programme ও Annual Sports এ যোগ্যতা অনুসারে অংশগ্রহন করতে হবে।
- সমস্ত শিক্ষার্থীকে Internal Assessment Examination এ বসতেই হবে।
- প্রত্যেক শিক্ষার্থীর নিয়মিত নোটিশ বোর্ড এবং কলেজ ওয়েব সাইট http://www.karimpurpannadevicollege.ac.in এ গিয়ে notice click করে update check করা উচিৎ।
- প্রত্যেক শিক্ষার্থী কে শিক্ষার্থী সুলভ আচরণ ও পঠন-পাঠনে নজর দিতে হবে।
- কলেজের ভিতরে মোবাইলের অপব্যবহার কাম্য নয় এবং বহিরাগতরা বিনা অনুমতিতে প্রবেশ করতে পারবে না।
- প্রত্যেক শিক্ষার্থীর সকল প্রকার আচরণ Closed Circuit Camera – এর মাধ্যমে লক্ষ্য রাখা হচ্ছে।
- কলেজের নিয়ম শৃঙ্খলা মেনে চলা বাঞ্ছনীয় ।
- কলেজ ক্যাম্পাসে মোবাইলের অপব্যবহার নিষিদ্ধ এবং বিনা অনুমতিতে বহিরাগতদের কলেজ ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ ।
- কলেজের সম্পদ এবং পরিবেশ কে রক্ষার দায়িত্ব সকলের ।
- SC/ ST/ OBC/ Minority ছাত্র – ছাত্রীদের সরকার প্রদত্ত স্কলারশিপের জন্য এবং কন্যাশ্রী প্রকল্পের সু্যোগের জন্য কলেজ নির্ধারিত তারিখে নির্ধারিত শর্ত সাপেক্ষে আবেদন পত্র জমা দিতে হবে ।