Rules and Regulations

করিমপুর পান্নাদেবী কলেজের শিক্ষার্থীদের পালনীয় নিয়মাবলী

  1. কলেজ প্রদত্ত বৈধ সচিত্র পরিচয় পত্র (Identity Card) ছাড়া শিক্ষার্থীকে কলেজে প্রবেশ করতে দেওয়া যাবে না।
  2. কলেজে ভর্তি হওয়ার পর ক্লাস শুরুর সাথে সাথে I-Card ও Student Booklet সংগ্রহ করে নিতে হবে।
  3. প্রত্যেক শিক্ষার্থীর ক্লাসে ন্যূনতম ৭৫ % উপস্থিত থাকা বাঞ্ছনীয়। বিশেষভাবে মনে রাখতে হবে যে, CC, GE ও DSE Course এর ক্ষেত্রে শিক্ষার্থী সর্বাধিক ৫ নম্বর পেতে পারে যদি সে মোট ক্লাসের সংখ্যার প্রেক্ষিতে ৯০% বেশি উপস্থিত থাকে।
  4. I-Card বা Student Booklet হারিয়ে ফেললে Duplicate Copy নিতে হলে ১০০/- তাকে দিতে হবে।
  5. কলেজ আয়োজিত সকল Cultural Programme ও Annual Sports এ যোগ্যতা অনুসারে অংশগ্রহন করতে হবে।
  6. সমস্ত শিক্ষার্থীকে Internal Assessment Examination এ বসতেই হবে।
  7. প্রত্যেক শিক্ষার্থীর নিয়মিত নোটিশ বোর্ড এবং কলেজ ওয়েব সাইট http://www.karimpurpannadevicollege.ac.in এ গিয়ে notice click করে update check করা উচিৎ।
  8. প্রত্যেক শিক্ষার্থী কে শিক্ষার্থী সুলভ আচরণ ও পঠন-পাঠনে নজর দিতে হবে।
  9. কলেজের ভিতরে মোবাইলের অপব্যবহার কাম্য নয় এবং বহিরাগতরা বিনা অনুমতিতে প্রবেশ করতে পারবে না।
  10. প্রত্যেক শিক্ষার্থীর সকল প্রকার আচরণ Closed Circuit Camera – এর মাধ্যমে লক্ষ্য রাখা হচ্ছে।
  11. কলেজের নিয়ম শৃঙ্খলা মেনে চলা বাঞ্ছনীয় ।
  12. কলেজ ক্যাম্পাসে মোবাইলের অপব্যবহার নিষিদ্ধ এবং বিনা অনুমতিতে বহিরাগতদের কলেজ ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ ।
  13. কলেজের সম্পদ এবং পরিবেশ কে রক্ষার দায়িত্ব সকলের ।
  14. SC/ ST/ OBC/ Minority ছাত্র – ছাত্রীদের সরকার প্রদত্ত স্কলারশিপের জন্য এবং কন্যাশ্রী প্রকল্পের সু্যোগের জন্য কলেজ নির্ধারিত তারিখে নির্ধারিত শর্ত সাপেক্ষে আবেদন পত্র জমা দিতে হবে ।